গাজায় ‘শতভাগ’ মানুষ ‘তীব্র খাদ্য সঙ্কটে’ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

image-130970-1710834043

ফিলিস্তিন ভূখন্ডে মানবিক সহায়তা বাড়ানোর জোর তাগিদ দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার বলেছেন, গাজার সমগ্র জনসংখ্যা ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার’ সম্মুখীন হচ্ছে।

ফিলিপাইনে সরকারি সফরকালে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘গাজার জনসংখ্যার শতভাগ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এটিই প্রথমবারের মতো পুরো জনসংখ্যাকে এত শ্রেণীবদ্ধ করা হয়েছে।’

গাজায় আসন্ন দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট: জাতিসংঘ

উত্তর গাজায় আসন্ন দুর্ভিক্ষ ‘সম্পূর্ণ মানবসৃষ্ট’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, ‘গাজার উত্তরাঞ্চলে আসন্ন দুর্ভিক্ষ একটি সম্পূর্ণ মানবসৃষ্ট বিপর্যয়।’

মঙ্গলবারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এক্সের পোস্টে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন,এই অঞ্চলটিতে ‘অচিন্তনীয়, অগ্রহণযোগ্য, অযৌক্তিক কার্যকলাপগুলোকে প্রতিরোধ করতে আমাদের এখনই কাজ করতে হবে। ‘

এক আগে মার্চের মাঝামাঝি সময় থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় উত্তর গাজা দুর্ভিক্ষের শিকার হতে পারে বলে এক প্রতিবেদনে সতর্ক করেছিলেন গুতেরেস।

Pin It