গ্যাস থেকেই হয়তো বিস্ফোরণ হয়েছে: ফায়ার সার্ভিস ডিজি

image-255331-1624823824

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, প্রাথমিকভাবে আমরা সন্দেহ করছি যে, গ্যাস বা গ্যাস জাতীয় কোনো জিনিস থেকে মগবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন সাংবাদিকদের বলেন, ‘যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে আমরা ভবনটিতে গ্যাসের উপস্থিতি পেয়েছি’।

এসময় তিনি জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের পরিচালককে (অপারেশন) প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা এ ঘটনার বিষয়টি স্পষ্ট করতে পারব।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরণের ঘটনাটি কোনো জঙ্গি নাশকতা নয়। এখানে বোমা বিস্ফোরিত হলে বোমার স্প্লিন্টারের আঘাতে বাসসহ আশপাশের লোকজন ক্ষতবিক্ষত হয়ে যেত। এটি নিশ্চিতভাবেই বলা যায় গ্যাসের বিস্ফোরণ।’

রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণে ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৭ জনের নিহতের খবর নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। আহতদের মধ্যে যারা গুরুতর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

Pin It