চট্টগ্রামে বন্দরে খালাসের অপেক্ষায় ৪১১ টন পেঁয়াজ

চট্টগ্রাম বন্দরে তিনটি জাহাজে সোমবার পর্যন্ত ৪১১ টন পেঁয়াজ এসেছে। কনটেইনারে করে আমদানি করা এসব পেঁয়াজ খালাসের প্রক্রিয়া চলছে।

Onion-inner20180523081158-5d920feac84eb

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার কুদরত-ই খুদা মিল্লাত জানান, চায়না, মিশর ও তুরস্ক থেকে ৪১১ টন পেঁয়াজ নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে তিনটি জাহাজ। এসব জাহাজে মোট ১৪টি কনটেইনারে পেঁয়াজ রয়েছে। নয় কনটেইনার পেঁয়াজ নিয়ে ‘কালা পাগুরা’ নামের জাহাজটি বন্দরে আসে ২৮ সেপ্টেম্বর। এটি এখন জেসিবি জেটিতে নোঙর করে আছে। একই সময় চার কনটেইনার পেঁয়াজ নিয়ে এসেছে জাকার্তা ব্রিজ নামের আরেকটি জাহাজ। আর কোটাওয়াজের নামের জাহাজে আছে এক কনটেইনার পেঁয়াজ। এটি সিসিটি টার্মিনালে আছে। সবমিলিয়ে চট্টগ্রাম বন্দরে এখন পেঁয়াজ আছে ৪১১ টন।

অন্যদিকে রোববার পর্যন্ত ভারত থেকেও এসেছে পর্যাপ্ত পেঁয়াজ। গত এক মাসে টেকনাফ স্থল বন্দর দিয়ে তিন হাজার ৫৭৩ টন পেঁয়াজ এসেছে।

Pin It