চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮৪ জন

dengue-5dab0fb82b226

ডেঙ্গু আক্রান্তের তালিকায় নতুন করে আরও ১৮৪ জন যুক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে। গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এ পর্যন্ত ৯৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, শনিবার নতুন করে ১৮২ জন আক্রান্ত হয়। এর আগে মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার এ সংখ্যা ছিল যথাক্রমে ৩০১, ২৮৩, ২৪৮ ও ১৭৮ জন। সকাল আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত মোট চব্বিশ ঘণ্টা ধরে প্রতিদিন হাসপাতালে নতুন করে ভর্তি রোগীর তালিকা করা হয়। সে অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলা হাসপাতালে ১২২ জন রোগী ভর্তি হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত ৯৩ হাজার ৩৬১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯২ হাজার ৩০৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৫৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৪৩ জন এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা সদর হাসপাতালে ৬১০ জন রোগী চিকিৎসাধীন আছে।

Pin It