ছাত্রদলের কাউন্সিল পণ্ড বিএনপির দ্বন্দ্বে: কাদের

kader-5d7cba38d7549

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ছাত্রদলের কাউন্সিল আটকে গেছে। তিনি বলেছেন, ছাত্রদলের কাউন্সিল বন্ধের পেছনে আওয়ামী লীগের কোনো হাত নেই।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের এ কথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপির নেতারা অভিযোগ করেছেন, ছাত্রদলের কাউন্সিল পণ্ডের পেছনে সরকারের হাত রয়েছে।

আজ শনিবার ছাত্রদলের কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনের কথা ছিল। কিন্তু সংগঠনটির এক নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কাউন্সিলের ওপর স্থগিতাদেশ দেয়।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কেন ছাত্রদলের সম্মেলন বন্ধ করতে যাবে? ছাত্রদলের নেতাদের মামলার কারণে তাদের কাউন্সিল বন্ধ হয়েছে। এখানেও শেখ হাসিনার দোষ, আওয়ামী লীগের দোষ! তিনি বলেন, ছাত্রদল নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে সম্মেলন পণ্ড করেছে। এর পেছনে বিএনপির নেতৃত্বের দ্বন্দ্বই দায়ী।

কাদের বলেন, তাদের দলের চকবাজারের ইমাম নন। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের অনেক মন্ত্রী দুদকে হাজিরা দিচ্ছে, আওয়ামী লীগের অনেক নেতা কর্মী জেলে আছে।”

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত, পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা প্রমুখ বক্তব্য দেন।

Pin It