জাতির জনকের সমাধিতে ২২ দেশের ৪২ অতিথির শ্রদ্ধা

gopalg-5dfa4fc1ebabe

বিশ্বের ২২টি দেশ থেকে আসা ৪২ জন খ্যাতিমান লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব বুধবার বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন করেছেন।

পরে সন্ধ্যায় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের আমন্ত্রনে ২২টি দেশ থেকে আগত স্বনামধন্য লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যাক্তিরা বলেছেন, সব দেশের মানুষ বঙ্গবন্ধুকে সম্মান করেন। বঙ্গবন্ধু এমন একজন মানুষ যেসব শ্রেণির মানুষের সাথে আন্তরিকতা ছিল। তার জীবনী সব মানুষকে অনুপ্রাণিত করে। এছাড়া এখানে আসা প্রত্যেক দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের আতিথিয়তায় মুগ্ধ। বাংলাদেশে এসে আমরা আনন্দিত। তাই বারবার আসতে চাই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ ২০২০’ উদযাপনের প্রাক্কালে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও অবিস্মরণীয় অবদান সম্পর্কে বহির্বিশ্বে কাছে তুলে ধরতে তারা এসেছেন। এ ছাড়াও তারা সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা পরিদর্শন করেন। এ প্রতিনিধি দলটি আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

এ সময় নাইজেরিয়ার দৈনিক ট্রাস্ট পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক ওলুমাইড সোলা ওগুনল্যাড, ইন্ডিয়ান কমনওয়েলথ সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মহেন্দ্র বেদ, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পত্রিকার বিশেষ প্রতিনিধি অসিম কামাল, জার্মানির সাহিত্যিক ইউরাস উনকাউফ, পর্তুগালের মার্কেটিং বিভাগের প্রফেসর জুলিও মেনডেস, পোল্যান্ডের শিক্ষক ও সাহিত্যিক রবার্ট জিওলেক, ফিলিপাইনের মানিলা কলেজের সহকারি ডিন ড. সুনিতা মুক্তি, নেপালের এপি১ টেলিভিশনের সহকারী এডিটর সামা থাপা, দক্ষিণ আফ্রিকার দি স্টার পত্রিকার শিক্ষা বিষয়ক রিপোর্টার টেবোগো মোনামা সহ ৪২ জন স্বনামধন্য লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তি ও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ মির্জা, উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Pin It