জাতীয় পার্টিকে দিয়ে মানুষ রাজনৈতিক শূন্যতা পূরণ করতে চায়: জিএম কাদের

gm-kader-5d94d66518a8a

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনীতিতে একটি শূন্যতা বিরাজ করছে। জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা-বিশ্বাস রয়েছে। তারা জাতীয় পার্টিকে দিয়ে এই শূন্যতা পূরণ করতে চায়।

বুধবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার শিরিন পার্কে জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, রংপুরের মাটি এরশাদের ঘাঁটি, রংপুরের মাটি লাঙ্গলের ঘাঁটি, যা গোটা দেশবাসী বিশ্বাস করে। জাতীয় পার্টির চেয়ারম্যান (এইচএম এরশাদ) জেলে থাকাকালেও রংপুরের মানুষ ভালোবেসে ৫টি আসনে তাকে জয়ী করেছে। ১৯৯৬ সালের নির্বাচনে রংপুরের ২২টি আসনের মধ্যে ২১টি আসন লাঙ্গলের জয় হয়। রংপুরের মানুষ দীর্ঘদিন নির্যাতিত বঞ্চিত ছিল। রাজনৈতিক নেতৃত্ব এরশাদের মাধ্যমে ও রাজনৈতিক মঞ্চ তারা জাতীয় পার্টির মধ্যে পেয়েছে। রংপুর এরশাদের ঘাঁটি– সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বীকার করে প্রয়াত চেয়ারম্যান এরশাদকে একাদশ নির্বাচনে এ আসন ছেড়ে দিয়েছিলেন।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্য হলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি। জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে রয়েছি। জাতীয় পার্র্টিকে সকলে এগিয়ে নিয়ে যেতে চাই। উপ-নির্বাচনে এ আসনে মহাজোটের প্রার্থী হয়ে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ লড়ছেন। আওয়ামী লীগ সমর্থন দেয়ায় আমাদের বিজয় সুনিশ্চিত বলে মনে করছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,  উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখর-উজ-জামান, জাপা নেতা শাফিউর রহমান, নাজিম উদ্দিনসহ অন্যরা।

Pin It