ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু

image-63997-1666876982

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১২৩ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯৯ জন। এরমধ্যে ঢাকায় ৪৯১ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪০৮ জন ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৫০ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২৩০ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩৪ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ২৪ হাজার ৯৩ এবং ঢাকার বাইরে ১০ হাজার ৭২৯ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ হাজার ২১৯ জন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ৭৭২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৯ হাজার ৪৪৭ জন।

Pin It