ঢাকায় ঈদের জামাতের সময়সূচি

ge-5d5043d36eb5e

রাজধানী ঢাকায় দুই সিটি করপোরেশনসহ বিভিন্ন সংগঠন নগরীর একাধিক ঈদগাহ মাঠ ও জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাতের কর্মসূচি ঘোষণা করেছে।

ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

সরকারি ও বেসরকারি পর্যায়ের আয়োজকরা জানিয়েছেন, ইতিমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি শেষ হয়েছে। কোরবানির পশু জবাইয়ের কারণে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার জামাত কিছুটা আগে আয়োজন করা হয়। ঈদের দিন সকালে বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হলে ঈদগাহের কাছের মসজিদে ঈদের নামাজ আদায়ের  বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে।

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বাহিনীর প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করবেন।

ঢাকায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। জাতীয় ঈদগাহে নারীদের নামাজ আদায়ের জন্য পর্দা দিয়ে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ৫৮২টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১২টি ও উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ২৭০টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসলিল্গরা জামাতে অংশ নেবেন।

জাপান গা্র্ডেন সিটি জামে মসজিদে সকাল ৭ঃ৩০ মিঃ -এ জামাত অনুষ্ঠিত হবে ।

এ ছাড়া রাজধানীর কাজলারপাড় ভাঙ্গাপ্রেস এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল ৯টায়, সাভারের গণকবাড়ীর ভলিভদ্র বাজার জামে মসজিদে সকাল সোয়া ৮টায়, রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাঠে সকাল ৮টায়, ধানমণ্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, দেওয়ানবাগ শরিফে ঈদের তিনটি জামাত যথাক্রমে সকাল ৮টা, সাড়ে ৯টা ও ১০টায়; কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও পৌনে ৯টায়; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টায়, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, খিলগাঁওয়ের পল্লীমা সংসদ ময়দানে সকাল সাড়ে ৭টায়, লক্ষ্মীবাজারের মিয়া সাহেব ময়দা শাহ্‌ বাড়ী জামে মসজিদে সকাল ৭টায় ও নূরানী জামে মসজিদে সকাল ৮টায়, মিরপুর দারুস সালামের মাদবরবাড়ি মসজিদে সকাল ৭টায়, হারুন মোলদ্মাহ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, মগবাজার বিটিসিএল মসজিদে সকাল সাড়ে ৭টায়, মিরপুরে ফুরফুর দরবার মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টায়, আগারগাঁওয়ের দারুল ঈমান মসজিদে সকাল সাড়ে ৭টায়, কৃষিবাজার তাহেরীয়া মসজিদে সকাল সাড়ে ৭টায়, মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়ে্যবিয়ায় সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মিরপুর দারুস সালাম ফুরফুরা দরবার মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সলিমুলল্গাহ মুসলিম হল মেইন গেট সংলগ্ন মাঠে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হল লনে সকাল ৮টায় এবং উত্তর নীলক্ষেত ও গিয়াসউদ্দিন আহমেদ আবাসিক এলাকার বায়তুস সালাম জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

আহলে হাদিসের ঈদ জামাত: বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের ঈদুল আজহার জামাত বংশাল আহলে হাদিস বড় জামে মসজিদ কমিটি ও বংশাল পঞ্চায়েত কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

এতে ইমামতি করবেন বংশাল আহলে হাদিস বড় জামে মসজিদের খতিব শাইখ মোস্তফা বাহাউদ্দিন আল কাশেমী। বংশাল বড় জামে মসজিদের মোতোয়ালি হাজি মো. আনোয়ার হোসেন উপস্থিত থেকে ঈদুল আজহার জামাতের সার্বিক বিষয় দেখাশোনা করবেন।

বৃষ্টি হলে বংশাল আহলে হাদিস বড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে প্রতিবছর প্রায় ৩৫ হাজার মানুষের সমাগম হয় বলে সংগঠনের প্রচার উপকমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Pin It