ঢাকা উত্তরে মেয়র পদে জাপার প্রার্থী সংগীতশিল্পী শাফিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ।

safin-samakal-5c51afda66057

বুধবার বিকেলে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমার রাঙ্গাঁ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারির উপ-নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে নৌকার আতিকুল ইসলামে বিপক্ষে লড়বেন শাফিন।

জনপ্রিয় ব্যান্ড মাইলসের গায়ক শাফিনকে লাঙল প্রতীক বরাদ্দ দিতে বুধবারই নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে শাফিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে এসএমএসে সমকালকে জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন শাফিন ও দলটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক হাসিবুল ইসলাম জয়। শাফিন আহমেদ এখনও আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ না দিলেও শেষ পর্যন্ত তাকেই প্রার্থী করেছে এরশাদের দল।

আনিসুল হকের মৃত্যুর পর গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরে তা আদালতের নির্দেশে আটকে যায়। ওই সময় ববি হাজ্জাজের নেতৃত্বাধীন অনিবন্ধিত দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) প্রার্থী হতে চেয়ে রাজনীতিতে নেমেছিলেন শাফিন। কিন্তু গত সোমবার পক্ষ বদলে তিনি জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র কেনেন।

মেয়র পদ ছাড়াও ঢাকার দুই সিটি করপোরেশনে যুক্ত ৩৬টি সাধারণ ওয়ার্ডের ১৫টিতে জাতীয় পার্টির সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হলেও কাউন্সিলর পদে নির্বাচন হবে নিদর্লীয়।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির প্রায় চার গুণ ২২ আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি। কিন্তু সিটি নির্বাচনে দলটির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা হাতে গোনা। বিএনপি ও দলটির মিত্ররা ২৮ ফেব্রুয়ারির সিটি নির্বাচন বর্জন করেছে। জাতীয় পার্টির ঘোষণা ছিল, আসন্ন নির্বাচনে তারা হবে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটির নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছিল জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুলের। তিনি তিন হাজারের কম ভোট পেয়ে ষষ্ঠ হয়েছিলেন।

Pin It