তারেক আমাদের আবরারের বাড়িতে পাঠিয়েছিলেন, পুলিশ যেতে দেয়নি: আমান

Aman-Abrar

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদের বাড়ির উদ্দেশে যাত্রা করেও পুলিশি বাধায় যেতে পারেননি বলে অভিযোগ করেছেন দলটির নেতা আমান উল্লাহ আমান।

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলেন তিনি। বর্তমানে বিএনপি ও তার জোটসঙ্গী দলগুলোর নেতৃত্বে থাকা সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে এই মানববন্ধন হয়।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে আবরারের বাড়িতে পাঠিয়েছিলেন। কিন্তু যেতে দেওয়া হয়নি।

“আমরা যখন কুষ্টিয়ায় লালন সেতু পার হলাম ব্রিজের মোড়ে আমরা দেখি শত শত পুলিশ, শত শত ডিবি হকিস্টিক নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদেরকে যেতে দেবেন না। কেন যেতে দেবেন না? এএসপি বললেন, আপনাদের নিরাপত্তার অভাব। আমি বললাম, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। তিনি বললেন, উপরের নির্দেশ আপনারা যেতে পারবেন না।

Pin It