ত্বকে যেসব প্রাকৃতিক উপাদান সরাসরি ব্যবহার উচিত না

kitchen-ingredients-020422

প্রাকৃতিক কিছু উপাদান ত্বকে সরাসরি ব্যবহার করলে সমস্যা সৃষ্টি করতে পারে।

সবসময়ই বলা হয় কৃত্রিম উপাদানের চাইতে ভেষজ বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। তবে সব ক্ষেত্রে নয়।

ভারতের ‘দেগা অর্গানিকস’য়ের প্রতিষ্ঠাতা আরতি রাগুরাম ত্বকে কয়েকটি প্রাকৃতিক উপাদান সরাসরি ব্যবহার না করার পরামর্শ দেন।

‘টাইমস অব ইন্ডিয়া’তে প্রকাশিত প্রতিবেদনে, এক্ষেত্রে তিনি পাঁচটি উপাদান সম্পর্কে সাবধান থাকার পরামর্শ দেন।

লেবু: লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় অনেকেই সরাসরি ত্বকে ব্যবহার করেন দাগছোপ দূর করতে ও উজ্জ্বলতা বাড়াতে।

তবে লেবু অ্যাসিডিক হওয়ায় তা ত্বকের পিএইচইয়ের ভারসাম্য নষ্ট করে দেয় এবং অ্যালার্জির প্রতিক্রিয়া বাড়ায়, অতিরিক্ত শুষ্কতা, লালচে ভাব এবং চামড়া ওঠার সমস্যা বাড়ায়, যা সংবেদনশীল ত্বকের লক্ষণ।

তাই ত্বকে লেবু ব্যবহার করতে চাইলে ফেইসমাস্ক বা উপটানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।

সাদা চিনি: ত্বক স্ক্রাব করতে সাদা চিনির ব্যবহার ক্ষতির কারণ হতে পারে। এর ধারালো পাশ ত্বকের কোষের ক্ষতি করে। ত্বকের ওপরের ক্ষুদ্র ক্ষুদ্র ছেদ, প্রদাহ, জ্বলুনি, লালচেভাব, শুষ্কতা ও অন্যান্য ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে।

যাদের ত্বকে ব্রণের সমস্যা আছে তাদের চিনি বা লবণ ব্যবহারে ত্বকে দাগ, লালচেভাব ও প্রদাহের ঝুঁকি বাড়ায়।

বেইকিং সোডা: মুখ পরিষ্কার করতে, মাস্ক হিসেবে, অথবা ‘ফিজিক্যাল এক্সফলিয়েটর’ হিসেবে বেইকিং সোডা ব্যবহার ত্বকের প্রতিরক্ষামূলক তেলের স্তর দূর করে, যা সংক্রমণ ও ব্রণের জন্য ক্ষতিকারক।

এছাড়াও বেইকিং সোডা ব্যবহারে ত্বক আরও সংবেদনশীল করে ফেলে এবং ‘পিগমেন্টেইশন’য়ের ঝুঁকি বাড়ায়।

দারুচিনি: খাবারের স্বাদ বাড়ায়। অনেকে তা সরাসরি ত্বকে ব্যবহার করেন। এতে থাকা যৌগ ত্বকে জ্বলুনি বাড়াতে পারে।

তাই ত্বকের যত্নে দারুচিনি ব্যবহার করতে চাইলে সঙ্গে মধু, জলপাইয়ের তেল, ইত্যাদি মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের দাগ ছোপ দূর হওয়ার পাশাপাশি মসৃণ হয়।

উদ্ভিজ্জ তেল: অনেকেই ত্বকে উদ্ভিজ্জ তেল ব্যবহারে ভালো ফলাফল পেয়ে থাকেন। তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

উদ্ভিজ্জ তেল ত্বকে বাড়তি আর্দ্রতা যোগ করে। ফলে ব্রণ, উন্মুক্ত লোমকূপ ও চটচিটে হওয়ার মতো সমস্যা দেখা দেয়।

এছাড়াও পরিশোধিত তেল অন্যান্য রাসায়নিক উপাদান দিয়ে প্রক্রিয়াজাত করা হয়। তাই ত্বকের ক্ষতি হতে পারে।

ত্বক শুষ্ক হলে ভেষজ ‘কোল্ড- প্রেস’ তেল ব্যবহার করা যেতে পারে।

Pin It