ত্বক ও চুলের সমস্যায় কর্পূরের ব্যবহার

pic-1-5e04a1f1cb410

সাধারণত কাপড় ভালো রাখতে আলমারিতে কাপড়ের ফাঁকে ফাঁকে কর্পূর বা ন্যাপথলিন ব্যবহার করা হয়। আবার খাবারের সুগন্ধ বাড়াতেও কর্পূর ( ভোজ্য ) ব্যবহার করা হয়। তবে অনেকেরই হয়তো জানা নেই, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দূর করতে কর্পূর ব্যবহার করা যেতে পারে। যেমন-

১. আঘাত পাওয়া জায়গা অনেক সময় লাল হয়ে ফুলে যায়। আক্রান্তস্থলে কর্পূর মালিশ করলে দ্রুত উপকার পাওয়া যায়।

২. অনেকেই চুলকানি ও র্যা শের সমস্যায় ভোগেন। সেক্ষেত্রেও কর্পূর বেশ উপকারী। কর্পূরের তেল পানিতে মিশিয়ে হালকা করে ক্ষতস্থানে লাগালে উপকার পাবেন।

৩. নখে ছত্রাকজনিত সমস্যা হলে কর্পূর ব্যবহার করতে পারেন।

৪. একজিমার সমস্যাতেও কর্পূর খুব কার্যকরী। একজিমার অয়েনমেন্ট ও লোশনের গুরুত্বপূর্ণ উপাদান হল কর্পূর।

৫. যারা অনিদ্রা বা ইনসোমিয়ায় ভোগেন, তারা বালিশে কয়েক ফোঁটা কর্পূরের তেল দিয়ে দেখতে পারেন। এতে তাড়াতাড়ি ঘুম আসবে।

৬. সর্দি হলে ঘরোয়া পদ্ধতি হিসেবে বুকে, পিঠে ও গলায় কর্পূরের তেল মালিশ করতে পারেন।

৭. কর্পূরের তেল ব্যবহার করলে চুল পড়া রোধ হয়।

৮. শিশুদের প্রায়ই উকুনের সমস্যা হয়। এজন্য নারকেল তেলের সঙ্গে কর্পূরের গুঁড়ো মিশিয়ে শিশুর মাথায় ভালো করে মালিশ করুন। তারপর শ্যাম্পু করে দিন। এতে উকুন দূর হবে।

Pin It