ত্বক পরিষ্কার রাখতে যা করবেন

image-713656-1693631075

বাইরে বের হলেই ধুলাবালি, রোদের তাপ, দূষিত বাতাসসহ বিভিন্ন কারণে ত্বক ময়লা হতে পারে। অযত্নে ত্বক হয়ে পড়ে নির্জীব। তাই ত্বকের যত্ন নেয়া প্রয়োজন।

ত্বক ভালো রাখতে ও বাড়তি ময়লা পরিষ্কার করতে প্রাকৃতিক উপাদানে তৈরি কিছু ফেস প্যাক ব্যবহার করতে পারেন।

এসব ফেস প্যাক ব্যবহারে প্রাকৃতিকভাবে ত্বক রাখতে পারেন পরিষ্কার ও প্রাণবন্ত।

আসুন জেনে নিই কী করবেন-

পুদিনা পাতার রস: ত্বক পরিষ্কার করতে পুদিনা পাতার রস ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে পুদিনা পাতার রস ত্বকে ব্যবহার করতে পারেন। যা ব্রণ দূর করবে।

পুদিনা পাতা কুসুম গরম পানি দিয়ে ছেঁচে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।

মধুর ব্যবহার

সমপরিমাণ চালের আটা ও দুধ ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক ভেতর থেকে পরিষ্কার হবে।

Pin It