ধানমন্ডিতে জোড়া খুন : প্রধান সন্দেহভাজন আসামি গৃহকর্মী সুরভী গ্রেফতার

image-102804-1572801600

রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি নারী গৃহকর্মী সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে নয়টার দিকে শেরে বাংলানগরের একটি হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি।

পুলিশ জানায়, ওই ভবনের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গৃহকর্মী সুরভীর প্রবেশ ও বাইরে যাওয়ার মাঝে আর কেউ ওই বাসায় প্রবেশ করেনি। গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যা রহস্যের কিনারা করা যাবে বলে দাবি পুলিশের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দুপুর ৩টার পর বাসায় ঢোকে ওই নারী। টানা তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় বেরিয়ে আসে সে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বিকালে রাজধানীর ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসায় খুন হন গৃহকর্ত্রী আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতি। ঘটনার দিন বিকালে ওই বাসায় কাজ করার জন্য গৃহকর্মী সরভীকে নিয়ে এসেছিলেন আফরোজা বেগমের মেয়ে জামাতা মনির উদ্দিন তারিমের ব্যক্তিগত সহকারী বাচ্চু।

Pin It