নারীরা ঋণখেলাপি হন না: এনবিআর চেয়ারম্যান

Untitled-9-5e03751c5fa2a

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘শূন্য থেকে শুরু করে অনেক নারী উদ্যোক্তা এখন বিদেশে পণ্য রপ্তানি করছেন। সততা নিয়ে লক্ষ্যে অবিচল থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয়, তা প্রমাণ করেছেন নারীরা। তাই বাংলাদেশ ব্যাংকের উচিত নারী উদ্যোক্তাদের ঋণ নীতিমালা মনিটরিং করা। তারা যেন ঋণ পান। নারীরা সচরাচর ঋণখেলাপি হন না।’

বুধবার বিকেলে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ১৩তম ইন্টারন্যাশনাল উইমেনস এসএমই এপপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিডবি-ওসিসিআইর প্রতিষ্ঠাতা মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পুনাক সভানেত্রী মির্জা মাহাবুবা সোমা, সিডবি-ওসিসিআই সিনিয়র সহসভাপতি ড. মুনাল মাহবুব, এবি ব্যাংকের সিনিয়র অফিসার এসএম শাহজাহান, সিডবি-ওসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, নারী উদ্যোক্তা বেবী হাসান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপত্তা দরকার। আমাদের নারীরা এগিয়ে যাচ্ছেন। চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। অনলাইন, মিডিয়া, ব্যাংক নারীদের সহায়তা করছে। প্রধানমন্ত্রীর কারণেই নারীদের ইতিবাচক পরিবর্তন দেখছি আমরা।’

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘এসএমই আমাদের দেশে খুব বেশি জনপ্রিয় হচ্ছে না। চীন, জাপানে এসএমইর ভিত্তি মজবুত। সিডবি-ওসিসিআই মাসব্যাপী এসএমই ফেয়ার করেছে। এটা কঠিন কাজ। চট্টগ্রামের নারী উদ্যোক্তারা সেই কঠিন কাজটি সফল করেছেন। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করছেন। দেশের অর্ধেকের বেশি নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।’

পুনাক সভানেত্রী মির্জা মাহাবুবা সোমা বলেন, ‘দেড় বছর সিএমপি পুনাকে আছি। এবার মেলায় অংশগ্রহণ করি। পুনাক আমার কাছে আবেগের নাম। নিরলস পরিশ্রমের ফসল আমাদের প্রতিটি পণ্য। সমাজের অসহায় দুস্থ মানুষকে সহায়তা করি। বাণিজ্য মেলায়ও স্টল চেয়েছি পুনাকের জন্য।’

স্বাগত বক্তব্যে সিডবি-ওসিসিআই সিনিয়র সহসভাপতি ড. মুনাল মাহবুব বলেন, ‘আমরা নারী, আমরা সব পারি। এটি প্রমাণ করেছি মাসব্যাপী মেলায়। রংপুর, রাজশাহী, ঢাকা, রাঙামাটিসহ দেশের শতাধিক নারী উদ্যোক্তা মেলায় স্টল দিয়েছেন, ক্রেতাদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করেছেন।’

Pin It