নুরুল ইসলাম বাবুলের মৃত্যু শিল্প ও গণমাধ্যমে অপূরণীয় ক্ষতি: তথ্যমন্ত্রী

image-166292-1594641130

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার বিকেলে নূরুল ইসলাম বাবুলের ইন্তেকালের সংবাদ পেয়ে মন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত শোকাহত, অকস্মাৎ এই সংবাদ শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।’

মন্ত্রী বলেন, ‘নূরুল ইসলাম বাবুল ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পউদ্যোক্তা, বহু মানুষের কর্মসংস্থান করেছেন তিনি। একইসাথে তিনি গণমাধ্যমের ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছেন। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনকে তিনি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে রূপ দিয়েছেন। তার মৃত্যু শিল্প ও গণমাধ্যম দু’টি ক্ষেত্রের জন্যই অপূরণীয় ক্ষতি।’

নুরুল ইসলাম বাবুলের অবর্তমানে তার প্রতিষ্ঠিত শিল্প ও গণমাধ্যম যারা পরিচালনা করবেন, পরম সৃষ্টিকর্তা তাদের সহায় হোন -প্রার্থনা করেন ড. হাছান মাহমুদ। সেইসাথে তথ্যমন্ত্রী প্রয়াত নূরুল ইসলামের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Pin It