পরীক্ষার চাপে হতে পারে হার্টের সমস্যা

hert-p-samakal-5e5e5b32a2e5e

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কিংবা যেকোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় নাওয়া-খাওয়া ভুলে বইয়ে ডুবে থাকে ছাত্র-ছাত্রীরা।এতে করে তাদের শরীর ও মনের ওপর যথেষ্ট চাপ পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার সময় সাবধানতা অবলম্বন না করলে এই চাপ থেকে দেখা দিতে পারে হার্টের সমস্যাও।

ভারতের ফোর্টিস হাসপাতালের কার্ডিয়োথোরাসিক সার্জারি বিভাগের ডিরেক্টর ডা. কে এম মান্দানা জানিয়েছেন, ‘পরীক্ষার কারণে ছাত্র-ছাত্রীদের হার্টের ওপর প্রচুর চাপ পড়ে। এর ফলে বেশ কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে।’ তবে পরীক্ষার চাপে কার্ডিয়াক অ্যারেস্টের বা হার্ট অ্যাটাকের মতো ঘটনা বিশেষ দেখা যায় না বলে জানিয়েছেন তিনি।

পরীক্ষার কারণে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্যালপিটেশন দেখা দেয় অনেক সময়। এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। ব্যায়াম ও ওষুধের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে।

ডা. কে এম মান্দানা জানিয়েছেন, অল্প সংখ্যক হলেও কখনও কখনও এর ফলে হার্টের গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

Pin It