পাঁচ শিরোপাই আগে বল করা দলের ঘরে

final-samakal-5c5d79bbd9585

বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা-কুমিল্লা। ঢাকার লক্ষ্য চতুর্থ বিপিএল শিরোপা ঘরে তোলরা। আর কুমিল্লার দ্বিতীয়। ব্যাটে-বলে কিংবা অলরাউন্ডারে সমানে সমান দু’দলই। মাঠে যে দল ভালো ক্রিকেট দেখাতে পারবে শিরোপা উঠবে তাদের হাতে। তবে টসও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

ভালো খেলার বাইরে অবশ্য উইকেট-কন্ডিশন অনেক সময় পক্ষে যায় কোন দলের। মিরপুরে উইকেটে যেমন আগের পাঁচ আসরের ফাইনালে প্রথমে বল করা দল জিতেছে। বিপিএলটা সাধারণত শীতের দিকেই হয়। পরে শিশির পড়ে বলে শুরুতে বল করার ব্যাপারে ভাবে না কোন দল।

টস জিতে বল করার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সাকিবকে হয়তো তাই বেশি ভাবতে হয়নি। তবে ম্যাচ যেহেতু গড়াচ্ছে সন্ধ্যা গড়িয়ে গেলে। তাই শিশির কোন দলকে বেশি সুবিধা দেবে কিনা বলা কঠিন।

কুমিল্লার একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, আনামুল হক, শামসুর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, মেহেদি হাসান, সনজিৎ শাহা।

ঢাকার একাদশ: উপুল থারাঙ্গা, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, কিয়েরন পোলার্ড, আন্দে রাসেল, নুরুল হাসান, মাহমুদুল হাসান, শুভাগত হোম, রুবেল হোসেন, কাজী অনিক।

Pin It