পুলিশি হেফাজতে রূপা গাঙ্গুলির ‘মদ্যপ’ ছেলে

d54405390bdfc582ac7735b1c00c127d-5d580d1c3084f

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলির ছেলে আকাশ। গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার রয়্যাল কলকাতা গলফ ক্লাবের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় আকাশের গাড়ি। সেই সঙ্গে গলফ ক্লাবের দেয়ালটিও ধসে পড়ে। দুর্ঘটনার পরই কলকাতার যাদবপুর থানার পুলিশ ২০ বছর বয়সী আকাশকে গ্রেপ্তার করে।

রূপা গাঙ্গুলি এই ঘটনার পর টুইটারে নিজের মন্তব্য প্রকাশ করেছেন। প্রশাসনের উদ্দেশে তিনি লিখেছেন, ‘কোনো বিশেষ খাতির চাই না। আইন তার নিজের গতিতে চলবে।’

ছেলে আকাশের সঙ্গে মা রূপা গাঙ্গুলিছেলে আকাশের সঙ্গে মা রূপা গাঙ্গুলিদুর্ঘটনাটি যেখানে ঘটেছে তার খুব কাছেই রূপা গাঙ্গুলির বাড়ি। ছেলের গ্রেপ্তারের পর নাকি রূপা স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করেন এবং এ বিষয়ে অবগত হওয়ার পর যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন। জানা গেছে, আকাশ যে গাড়িটি চালাচ্ছিলেন, সেটা রূপা গাঙ্গুলির নামে নিবন্ধন করা। টুইটে রূপা লিখেছেন, ‘আমার ছেলে আমার বাড়ির কাছেই একটি দুর্ঘটনার কবলে পড়েছে। আমি নিজেই থানায় ফোন করেছি এবং যথাযথ আইন মেনে বিচারপ্রক্রিয়া শুরু করতে বলেছি। কোনো বিশেষ খাতির কিংবা এ নিয়ে রাজনীতি চাই না। আমি আমার ছেলেকে ভালোবাসি। আমি তার দেখভাল করব। কিন্তু চাইব আইন তার নিজ গতিতে চলুক। আমি অন্যায় করি না, অন্যায় সহ্যও করি না। আমাকে কেউ কিনতে পারবে না।’

টুইটটি এই অভিনেত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ট্যাগ করেছেন।

দুর্ঘটনায় কবলিত গাড়ি ও ক্ষতিগ্রস্ত দেয়ালদুর্ঘটনায় কবলিত গাড়ি ও ক্ষতিগ্রস্ত দেয়ালএদিকে এই বিজেপি সাংসদের ছেলের দুর্ঘটনা নিয়ে এরই মধ্যে রাজনীতি শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি অংশের প্রেসিডেন্ট দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনাকে অতিরঞ্জিতভাবে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। এর আগে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অর্চনা দাশগুপ্ত এই দুর্ঘটনা নিয়ে বলেছেন, ‘প্রায় প্রতি রাতে এই দেয়ালের পাশে অনেক পথশিশু ঘুমিয়ে থাকে। অনেকে সেখানে খেলে। সৌভাগ্যবশত তখন কেউ ছিল না। তা না হলে অনেক বড় একটা কিছু ঘটে যেতে পারত। কারণ, পুলিশ যখন তাকে (আকাশ) আটক করে তখন সে মদ্যপ ছিল। আর তা ছাড়া তার এমন বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঘটনা এটাই প্রথম নয়।’

Pin It