প্রকৌশলীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: পূর্তমন্ত্রী

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম।

rezaul-karim-5ce81f8686286

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। ইফতার মাহফিলের আয়োজক গণপূর্ত অধিদপ্তর।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি অনাকাঙ্ক্ষিত সংবাদ তাদের অনেক ভালো কাজকে ম্লান করে দিয়েছে। তবে মন্ত্রণালয়ের ভাবমূর্তি যেন ম্লান না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন। অন্যদের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আফজাল হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরসহ বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pin It