প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

cadbfd00a8bf02df045bb2b1c28e4b48-5c4c5335afdd1

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্নে ভূষিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতরত্ন পদক লাভ করায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতরত্ন পদক ভূষিত করেন।

আজ শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সংগীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজী দেশমুখকে মরণোত্তর এই পদক দেওয়া হয়। দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতি করা প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে কংগ্রেস সরকারের আমলে ভারতের অর্থ, প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Pin It