ফকিরাপুলে যুবলীগ নেতার ‘ক্যাসিনো’তে অভিযান, আটক ১৪২

casina-5d82342594d87

রাজধানীর ফকিরাপুলে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার ‘ক্যাসিনো’তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থসহ ১৪২ জন আটক করেছে র‌্যাব।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফকিরাপুলের ‘ইয়ংমেনস ক্লাবে’র এই ক্যাসিনোতে র‌্যাবের অভিযান শুরু হয়।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৪২ জনকে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়। অবৈধভাবে চালানো ওই ক্যাসিনোতে এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার গুলশান-২ নম্বরের ৫৯ নম্বর সড়কের বাসাও ঘিরে রেখেছে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Pin It