ফয়জুল করীমের ওপর হামলাকারী আটক

1686583004.22222222222

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় মূলহোতা স্বপনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

সোমবার (১২ জুন) রাত পৌনে ৯টায় বাংলানিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, মূল হামলাকারী স্বপনকে আটক করা হয়েছে।

তবে এ ঘটনায় এখনও প্রার্থী বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এর আগে এদিন দুপুরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে বরিশালের শহরের চৌমাথা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনিসহ কয়েকজন রক্তাক্ত জখম হন।

Pin It