বজ্রসহ ভারী বর্ষণের আভাস

image-691078-1688049200

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঢাকায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।এ ছাড়া খুলনায় ১০৩ মিলিমিটার এবং নেত্রকোনায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ (বৃহস্পতিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Pin It