বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

image-577188-1658874991

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশসহ ছয়টি দেশকে ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। খুব জরুরি না হলে এসব দেশে ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি)।

এসব দেশ ভ্রমণে লেভেল-থ্রি অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর সিএনএনের।

মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২৮ দিনে যেসব দেশে প্রতি ১ লাখের মধ্যে ১০০ জনের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে, সেসব দেশ ভ্রমণের জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসাবে তালিকাভুক্ত করেছে সিডিসি। সোমবার সিডিসির প্রকাশিত তালিকায় বাংলাদেশ ছাড়াও পোল্যান্ড, ফিজি, বসনিয়া ও হার্জেগোভিনা, এল সালভাদোর ও হন্ডুরাস রয়েছে।

এ নিয়ে ১২০টির বেশি দেশকে লেভেল-থ্রির অন্তর্ভুক্ত করা হলো। এপ্রিলে সংস্থাটির পুনর্বিন্যাস করা তালিকায় উচ্চ ঝুঁকির আওতাভুক্ত হয় লেভেল-থ্রি। এরমধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণকে লেভেল-থ্রি। মাঝারি ঝুঁকিপূর্ণকে লেভেল-টু এবং কম ঝুঁকিপূর্ণকে লেভেল-ওয়ান বলা হচ্ছে। এ তিনটি লেভেল ছাড়াও লেভেল-ফোর নামে আরেকটি ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ বিভাগ রেখেছে সিডিসি।

কিন্তু এখন পর্যন্ত এ লেভেলে তালিকাভুক্ত করা হয়নি কোনো স্থান বা দেশকে। এ ছাড়া ‘অজানা ঝুঁকিপূর্ণ’ আরও একটি তালিকা করেছে সিডিসি। মূলত যেসব দেশ থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি, সেসব দেশকে এ তালকায় রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে ৫৬টি দেশ। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ডোমিনিকা ও ইথিওপিয়া।

সিডিসির ভ্রমণ নির্দেশিকায় জানানো হয়- ২৩৫টি জায়গাকে পর্যবেক্ষণ করা হয়েছে। এর মধ্যে অর্ধেকই করোনার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। ২৮ দিনে বাংলাদেশসহ ছয়টি দেশে প্রতি লাখে ১০০ জনের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

Pin It