বাজেট অধিবেশন শুরু ১১ জুন

DSCdaka961-575_pt-5cbf20946b29b-5cd987c09e7eb

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম বাজেট দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেছেন। ১১ জুন এ অধিবেশন শুরু হবে। নতুন সরকারের নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রথমবারের মতো বাজেট পেশ করবেন, যিনি এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ১১ জুন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। এর আগে বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে। সেখানেই এই অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। ৩০ জুনের মধ্যে বাজেট পাসের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানিয়েছেন, আগামী ১৩ জুন সংসদের বৈঠকে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে। এবারের বাজেটের আকার হতে পারে পাঁচ লাখ ২৫ হাজার কোটি টাকার মতো। পুঁজিাবাজারে দরপতন, নতুন মন্ত্রিসভা, নতুন অর্থমন্ত্রী, মেগা প্রকল্প বাস্তবায়ন, মাদক নির্মূলসহ বিভিন্ন কারণে এবারের বাজেট আলোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাজেট পেশের পর সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করবেন। পরে ৩০ জুন ওই বাজেট পাস হবে।

সাধারণত প্রতিবছর জুনের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশন শুরু হলেও এবার ঈদের ছুটির কারণে দ্বিতীয় সপ্তাহে বসতে যাচ্ছে। এ কারণে বাজেটের ওপর সদস্যরা আলোচনার সুযোগ কম পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। চলতি বছরের ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক শুরু হয়। এবারের বাজেট অধিবেশন হবে একাদশ সংসদের তৃতীয় অধিবেশন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন অর্থবছরের বাজেট পাস ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদের বিবেচনার অপেক্ষায় রয়েছে। এ ছাড়া দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিদলীয় সংসদ সদস্যরাও এবারের অধিবেশনে অংশ নিচ্ছেন।

Pin It