বাণিজ্য মেলার সময় বাড়ছে

mela-samakal-সমকাল-5e2dc31fa1ada

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে বাকি আর মাত্র চার দিন। শেষদিকে মেলা বেশ জমেও উঠেছে। আবার সিটি করপোরেশন নির্বাচনের কারণে নির্ধারিত শেষ দিন শুক্রবার মেলা বন্ধ থাকতে পারে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ও গেট ইজারাদার প্রতিষ্ঠান আরও এক সপ্তাহ সময় বাড়ানোর দাবি জানিয়েছে।

তাদের প্রস্তাব বিবেচনায় নিয়ে মেলার সময় দু’দিন বাড়তে পারে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে আর কয়দিন চলবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ওবায়দুল আজম।

তিনি সমকালকে বলেন, একদিন পুরো সময় মেলা বন্ধ ছিল। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন মেলা বন্ধ থাকবে। এ ছাড়া বিভিন্ন সময় নানা কারণে দিনের শুরুর দিকে মেলা বন্ধ ছিল। এসব বিবেচনায় মেলা দু’একদিন বাড়তে পারে। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বইমেলা এবং এসএসসি পরীক্ষার বিষয়টিও বিবেচনা করতে হবে। সব দিক চিন্তা করেই মেলার সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। দু’এক দিনের মধ্যে তা জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ক আক্তার ফার্নিচারের চেয়ারম্যান কেএম আক্তারুজ্জামানের নেতৃত্বে সম্মিলিতভাবে মেলার সময় ৭ দিন বাড়ানোর দাবি জানানো হয়েছে।

Pin It