বিএনপির মদদেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছিল: মতিয়া চৌধুরী

Matiya-Chodury-samakal-5d5c124b5bcbb

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি নামের অর্থ হচ্ছে ‘বাংলাদেশ নাউ পাকিস্তান’। এই বিএনপির প্রত্যক্ষ মদদেই দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাদের আশ্রয়-প্রশ্রয়েই জঙ্গিবাদের বিস্তার হয়েছে।

মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে নৃশংস গ্রেনেড হামলার পঞ্চদশ বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতিয়া চৌধুরী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে ষড়যন্ত্রকারীদের উত্থান হয়েছিল। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। শেখ হাসিনাকে বারবার হত্যাচেষ্টার ষড়যন্ত্রের পেছনে দেশবিরোধীরাই জড়িত।

দেশে বিচারহীনতার সংস্কৃতিও বিএনপিই চালু করেছে মন্তব্য করে তিনি আরও বলেন, ২১ আগস্টের নির্মম গ্রেনেড হামলার সঙ্গে যে বিএনপি জড়িত, সেটা প্রমাণিত। এই গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি পেতেই হবে।

সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা এখনও ষড়যন্ত্র করছে। ওই হত্যাকাণ্ডে জড়িত বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। এদের নিষিদ্ধ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, আবদুস সাত্তার মাসুদ, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, শাহজাহান ভূঁইয়া মাখন, নিখিল গুহ, আনোয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ মহি, সুব্রত পাল, বদিউল আলম বদি, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মাঈনুল হোসেন খান নিখিল, ইসমাইল হোসেন, মাঈনুদ্দিন রানা, রেজাউল করিম রেজা প্রমুখ।

Pin It