বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই উইন্ডিজের বিদায়

image-691551-1688308834

আইসিসি বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী দলটি ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়।

এরপর শিরোপা জয় তো দূরে থাক! ফাইনালেও যেতে পারেনি। ২০২০ সালের পর থেকে ধারাবাহিকতা হারাতে থাকে ক্যারিবীয়রা।

২০০৭ সালে নিজেদের ঘরের মাঠে ব্রায়ান লারার শেষ বিশ্বকাপে সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পায়। ২০১১ এবং ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। সবশেষ ২০১৯ সালের বিশ্বকাপেও হতাশা করে উইন্ডিজ।

এবারের আসরে বাছাইপর্ব থেকেই বিদায়। ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে দেখা যাবে না উইন্ডিজকে। ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া হবে বিশ্বকাপ।

গত শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে ১৮১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে যায় ক্যারিবীয়রা।

বিশ্বকাপের মূলপর্ব থেকে বাদ পড়ার পর দলটির তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার বলেন, বাছাইপর্বে আমাদের যোগ্যতা অর্জনের সুযোগ ছিল, কিন্তু আমরা সেটা করতে পারনি। আমারা একটি দল হিসেবে পারফরম্যান্স করতে পারিনি। এখান থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে।

সাবেক এই অধিনায়ক আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আমার কাটানো সম্ভবত সব থেকে খারাপ সময় এটা। তারপরও বলব, সবকিছু শেষ হয়ে যায়নি। যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানও সম্ভব নয়। আমাদের তরুণ প্রতিভা তুলে আনতে হবে। তাহলে আগামীতে সফলতা আসবে।

Pin It