বিশ্বকাপ বাছাইপর্বে লাওসকে হারাল বাংলাদেশ

Football-samakal-5cf928e6f32f7

দেশে ঈদ করতে পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট কিংবা ফুটবল দল। বিদেশ সফরে ব্যস্ত তারা। বাংলাদেশের ঈদের দিন ইংল্যান্ড থেকে ভালো খবর পায়নি লাল-সবুজের ভক্তরা। বিশ্বকাপে দারুণ খেলেও ছোট ছোট ভুলে নিউজিল্যান্ডের কাছে হারে মাশরাফিরা। একদিন বাদে ভিয়েতনামে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে লাওসকে হারিয়েছে ১-০ গোলে।

প্রথমার্ধে বাংলাদেশ দল গোল করতে পারেননি। গোল দিতে দেয়নি প্রতিপক্ষকেও। এভাবেই কেটে যায় ম্যাচের তিন চতুর্থাংশ সময়। এরপর ম্যাচের ৭২ মিনিটে গোল করেন স্ট্রাইকার রবিউল ইসলাম। তার ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

অধিনায়ক জামাল ভূইয়া লম্বা করে লাওসের গোল বক্সের সামনে থ্রু দেন। বক্সের ঠিক মাথায় বল পেয়ে যান রবিউল। দারুণ এক শট নেন তিনি। ওই শটে গোল পেয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধে বাংলাদেশকে খুব চাপে রাখে লাওস। দ্বিতীয়ার্ধে সেই চাপ ফিরিয়ে দেন জেমি ডের শিষ্যরা। যদিও আক্রমণগুলো গোল মুখে গিয়ে ব্যর্থ হয়ে ফিরছিল। রবিউলও আগে সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন। সেটা তিনি পরে পুষিয়ে দেন।

বাংলাদেশ এ জয়ে বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে প্রথম লেগে এগিয়ে গেলো। আগামী ১১ জুন দ্বিতীয় লেগে নামবে লাল-সুবজের প্রতিনিধিরা। ওই ম্যাচে এগিয়েই থাকবে মতিন-রবিউলরা। কারণ ম্যাচটা ঘরের মাঠে ঢাকায়। ওই ম্যাচে জয় পেলে ভালো তবে ড্র করলেই মূল বাছাইপর্বে জায়গা পেয়ে যাবে বাংলাদেশ।

Pin It