বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাসের নির্দেশনা

image-277951-1632495280 (1)

করোনা সংক্রমণ হার কমে যাওয়ার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে উপস্থিত থেকে ক্লাস ও পরীক্ষা নিতে পারবে। কিন্তু এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অন্ততে এক ডোজ টিকা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের পরিচালক মো. ওমর ফারুখের স্বাক্ষরিত এক নির্দেশনায় এমন সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

কমিশনের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত নির্দেশনায় টিকা সংক্রান্ত শর্ত মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাস খুলতে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয়।

ইউজিসি নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে নিজেদের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, পরীক্ষাসহ অন্যান্য শিক্ষা কাযক্রম চালু রাখতে পারবে।

Pin It