ব্যাঙ্গালুরু-লক্ষ্ণৌয় বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৩

image-115401-1576777285

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারত। এরই ধারাবাহিকতায় ব্যাঙ্গালুরুতে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে।

অপরদিকে লক্ষ্ণৌতে গুলিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে এ তথ্য দেওয়া হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ব্যাঙ্গালুরুতে চার পুলিশ সদস্যকে গুলি চালাতে দেখা গেছে।

অপরদিকে বিক্ষোভ চলার সময় লক্ষ্ণৌতে পুলিশের গুলিতে আহত হন এক ব্যক্তি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনডটিভির খবরে বলা হয়, নাগরিকত্ব আইনের প্রতিবাদে লক্ষ্ণৌতে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় জনতা। বাইরে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ ও গুলি করে। বুধবার রাত থেকেই উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

Pin It