ভর্তুকি দিয়ে হলেও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করুন: বি. চৌধুরী

B-Choudhry-5cec172ae0434

ভর্তুকি দিয়ে হলেও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, কোনো অজুহাত নয়, কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে।

সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে বিকল্প স্বেচ্ছাসেবক ধারা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী এ আহ্বান জানান।

বি. চৌধুরী বলেন, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। তাই সরকারকে নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। প্রয়োজনে অর্ধেক দাম আগাম দিয়ে কৃষকের গোলায় ধান রাখা ও সরকারি গুদামে সরবরাহের পর বাকি অর্ধেক দাম পরিশোধ করার পদ্ধতি চালু করতে হবে। সরকারি গুদাম খালি না থাকলে বেসরকারি ও ব্যক্তিখাতের গুদাম ভাড়া নিতে হবে।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমশের মবিন চৌধুরী বীরবিক্রম বলেন, কৃষক ধানের মূল্য পাবে না আর রূপপুরে বালিশ কিনতে খরচ হবে হাজার হাজার টাকা- তা হতে পারে না। তিনি আগামী বাজেটে কৃষক ও পাটশিল্প রক্ষায় বিশেষ বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান।

বিকল্প স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াৎ হোসেন বাবুর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, সাংস্কৃতিক মুক্তিজোটের প্রধান সংগঠক আবু লায়েস মুন্না, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক ওয়াসিমুল ইসলাম, সহসভাপতি ওবায়দুর রহমান মৃধা, বাংলাদেশ জনতা লীগ সভাপতি ওসমান গণি বেলাল, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সুরুজ, যুবধারা সাধারণ সম্পাদক মোস্তফা সারোওয়ার, শ্রমজীবী ধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন প্রমুখ।

Pin It