মশা মারতে ৩০ দিনের কর্মসূচি ঢাকা উত্তরের

download (9)

ডেঙ্গু রোগের জীবানুবাহী এইডিস মশা নিয়ন্ত্রণে আগামী ১ নভেম্বর থেকে প্রতিটি ওয়ার্ডে ৩০ দিনের মশা মারার বিশেষ কর্মসূচি শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার গুলশানে নগর ভবনে উত্তর সিটির দ্বিতীয় পরিষদের ১৭তম সভায় এ ঘোষণা দেন মেয়র মো. আতিকুল ইসলাম।

এবছর আবার ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে ঢাকা এবং ঢাকার বাইরের জেলাগুলোতেও। এইডিস মশাবাহী এ রোগে আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা গত কয়েক মাস থেকে ক্রমাগত বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৮২২ জন রোগী। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৩ জনের।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৭৭২ জন। যে ১২৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৭১ জন ঢাকার।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবারের সভায় মেয়র বলেন, এ কর্মসূচির পরিচালনার সময় প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মাঠে থাকবেন।

“অসময়ে ঝড় বৃষ্টির ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মাঠে কাজ করতে হবে। মশার প্রজননক্ষেত্র খুঁজে বের করে ধ্বংস করতে হবে। এইডিসের পাশাপাশি কিউলেক্স মশাও নিয়ন্ত্রণে রাখতে হবে। কোথাও পানি বা ময়লা জমতে দেওয়া যাবে না।”

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Pin It