মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নাটক!

image-104876-1573528210

ভারতের মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নানা খেলা চলছে বলে জানা যাচ্ছে। শিবসেনাকে কংগ্রেসের সমর্থন দেওয়ার খবর জানা গেলেও পরে জানা যায় শারদ পাওয়ারের এনসিপিকে সরকারের গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, শিবসেনাকে সরকার গঠনের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু সেই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থনের চিঠি পেশ করতে না পারায় এনসিপিকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ারি।

শিবসেনা ও এনসিপি জোট সরকারকে বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস, গতকাল সন্ধ্যার দিকে এই খবরের পর মনে হয়েছিল দুই সপ্তাহের টানাপোড়েনের সমাপ্তি ঘটছে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হতেই ছবিটা সম্পূর্ণ পাল্টে যায়। ঘোষণা সত্ত্বেও শিবসেনাকে সমর্থনের চিঠি দেয়নি কংগ্রেস। চিঠি দেননি শারদ পাওয়ারও।

কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য মল্লিকার্জুন খড়গে জানিয়েছিলেন, মঙ্গলবার ফের এনসিপির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে।

Pin It