মাত্র ২১ বছর বয়সেই কানের বিচারক!

sss-5ccbec31bf024

বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘কান’-এর আসরে সবচেয়ে কম বয়সে বিচারকের দায়িত্ব পালন করবেন মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং। গত মাসে ২১ বছরে পা দেওয়া এ অভিনেত্রী এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকার্য পরিচালনা করবেন। এর আগে কানে সবচেয়ে কম বয়সে বিচারক হওয়ার রেকর্ডটি ছিল কানাডিয়ান নির্মাতা-অভিনেতা হাভিয়ার দোলানের। ২০১৫ সালে ২৫ বছর বয়সে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকের আসনে বসেন তিনি। ২০০৬ সালে কানের প্রতিযোগিতায় থাকা ‘বাবেল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন এল ফ্যানিং। তখন তার বয়স ছিল মাত্র আট বছর।

তারপর ২০১৬ সালে কানের অফিসিয়াল সিলেকশনে থাকা নিকোলাস উইন্ডিং রেফনের ‘দ্য নিয়ন ডেমন’ ছবিতে দেখা যায় তাকে। এর পরের বছর কানে পাম ডি’অর দৌড়ে থাকা সোফিয়া কপোলার ‘দ্য বিগাইল্ড’ ছবিতেও অভিনয় করেন তিনি। এরইমধ্যে ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এল ফ্যানিং। এ তালিকায় রয়েছে ‘সুপার এইট’ [২০১১], ‘মেলফিসেন্ট’ [২০১৪], ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ওমেন’ [২০১৬] প্রভৃতি। এবারের প্রতিযোগিতা বিভাগের বিচারক দলে আছেন চার মহাদেশের সাতটি ভিন্ন দেশের চারজন পুরুষ ও চার নারী। প্রতিযোগিতা বিভাগে মূল বিচারক থাকছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু।

কান উৎসবের ৭২তম আসর আগামী ১৪ মে থেকে শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত।

Pin It