মেঘনাঘাটে রিলায়েন্সের ৭১৮ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র হচ্ছে

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গ্যাসভিত্তিক ৭১৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ভারতের রিলায়েন্স গ্রুপ।

f-5d6bdc082f5c9

রোববার ঢাকায় বিদ্যুৎ ভবনে প্রকল্প বাস্তবায়নে রিলায়েন্স এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্য এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, একসময় সমালোচনা করা হতো বড় প্রকল্প কেন নেওয়া হচ্ছে না। তখন পরিস্থিতি সামাল দিতে ছোট ছোট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হয়েছে। এখন কিন্তু বড় বড় প্রকল্পের চুক্তি করা হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। রামপাল থারমাল পাওয়ার প্ল্যান্ট তারই একটি সফলতার প্রতীক। আমি মনে করি, মেঘনাঘাটে নতুন বিদ্যুৎকেন্দ্রটিও সফলতার আরেকটি প্রতীক হবে।

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই আকর্ষণীয় উল্লেখ করে তিনি বলেন, রিলায়েন্সকে দেখে অন্যরাও বড় বিনিয়োগে আগ্রহী হবে।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি বিভাগের সচিব আবু হেনা রহমাতুল মুনিম, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, রিলায়েন্স গ্রুপের হেড অব বিজনেস সমীর কুমার গুপ্তা প্রমুখ।

Pin It