মেয়েরা স্কুলমুখী হলে বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব: স্পিকার

speaker-5e2316c94b1d7

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মেয়েরা স্কুলমুখী হলেই বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব হবে। মেয়েদের স্কুলমুখী করতে বাবা-মাকে সৌহার্দ্যপূর্ণ আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোমলমতি শিশুরা ভালো আচরণ পেলে লেখাপড়ায় মনোযোগী হয়ে ওঠে।

শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা খাতুন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মেয়েদের বেশি অগ্রাধিকার দিয়েছেন। মেয়েরা লেখাপড়া শিখে আজ বড় বড় চাকরি করছে। এই সরকারের আমলে সারাবিশ্বের কাছে নারীদের সম্মান উজ্জ্বল হয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধে সমাজে প্রত্যেক মানুষকে সচেতন হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসারে অভাব-অনটন আছে বলে অল্প বয়সে মেয়েদের লেখাপড়া বন্ধ করে বিয়ে দেবেন না। ভালো পরিবেশ গড়ে তুলতে হলে লেখাপড়ার বিকল্প অন্য কিছুতে নেই। যৌন হয়রানি প্রতিরোধে সবার সচেতন থাকতে হবে। স্কুলে যাতায়াতের সময় মেয়েদের কেউ উত্ত্যক্ত করলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

স্পিকার বলেন, পদ্মা সেতুর নির্মাণকাজ অনেকটাই এগিয়ে গেছে। পদ্মা সেতুর মতো আরও মেগা প্রকল্প সরকার হাতে নিয়েছে। সেগুলো নির্মাণাধীন। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী, যা পদ্মা সেতুর দিকে তাকালেই বোঝা যায়।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএর প্রতিনিধি ড. আশা ইর্কেলসন, ১৫ সংসদ সদস্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে স্পিকার দত্তপাড়ায় মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর বড় ভাগ্নে সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহম্মেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। বিকেলে তিনি শিবচর পৌরসভার লালন মুক্তমঞ্চের উদ্বোধন করেন। এ সময় বরেণ্য বাউলরা গান পরিবেশন করেন।

Pin It