মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

02-5a7409025c541-5a7aa0bcd39e1-5cec20a31a33e

আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

এর আগে এই শপথ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করার কথা ছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের। কিন্তু সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে আসার পর বঙ্গভবনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতিই যাচ্ছেন প্রতিবেশী দেশটির নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে। অবশ্য প্রতিনিধি দলে থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

রাষ্ট্রপতি ২৯ মে বিকেলে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন। ৩০ মে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ৩১ মে দেশে ফিরবেন তিনি। তিন দিনের এই সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও আবদুল হামিদের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন রাষ্টষ্ট্রপতির প্রেস সচিব।

২০১৪ সালে নরেন্দ্র মোদির ভারতের প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Pin It