রোহিঙ্গা সংকট নিয়ে টালবাহানা করছে মিয়ানমার

riazul-haque-5cc872cc4dce7

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার নানা অজুহাতে টালবাহানা করছে। তাই এই সংকট মোকাবেলায় দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পদক্ষেপ নিতে হবে।

ব্র্যাকের উদ্যোগে ‘রোহিঙ্গা সংকট : পূর্বাপর প্রভাব বিশ্লেষণ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে ছিলেন কাজী রিয়াজুল হক, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম আবদুস সালাম, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) আবুল কালাম এনডিসি, ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন করলিস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এফএক্সবি সেন্টার ফর হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস বিভাগের সহকারী অধ্যাপক ড. সাচিত বালসারি।

কেএম আবদুস সালাম বলেন, কিছু এনজিও রোহিঙ্গাদের প্রত্যাবাসনবিরোধী কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবার সতর্ক থাকতে হবে।

আবুল কালাম বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে যতটা সম্ভব স্থানান্তর করা ভালো, সেখানে কক্সবাজারের চেয়ে ঝুঁকি কম। তবে কাউকে জোরপূর্বক পাঠানো হবে না।

স্টিভেন করলিস বলেন, রোহিঙ্গাদের কারণে শ্রমবাজারে স্থানীয়দের চাহিদা কমে গেলে, পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়লে আর দ্রব্যমূল্য বেড়ে গেলে স্থানীয় জনগোষ্ঠী তা সহজভাবে নেবে না। তাই সামাজিক স্থিতিশীলতা বজায় রেখেই সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিতে হবে।

কর্মশালায় চারটি ভিন্ন ভিন্ন অধিবেশন হয়। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশ নেন আইওএমের প্রতিনিধি প্যাট্রিক চ্যারিনন, আইএসসিজির তথ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লিওনি ট্যাপ, গ্রাউন্ড ট্রুথ সলিউশনের সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক কাই হপকিন্স, আইএসসিজির তথ্য ব্যবস্থাপনা ও বিশ্লেষণ ইউনিটের প্রধান ড. আর্টুরো ডি নিভেস, গবেষক মোহাম্মদ বদিউজ্জামান, বিআইজিডির রিসার্চ ফেলো এবং সহযোগী অধ্যাপক ড. শাহনেওয়াজ হোসেন, মানিটোবা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ড. কাওসার আহমেদ, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ফারাহ কবির, ব্র্যাকের গবেষণা সমন্বয়কারী ড. জুলকারিন জাহাঙ্গীর, অ্যাডভোকেসি কর্মসূচির প্রধান আজাদ রহমান, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার চৌধুরী রাসেল মাহমুদ, ব্র্যাকের এইচসিএমপি প্রোগ্রাম হেড আবদুস সালাম, ডব্লিউএফপির বাংলাদেশ প্রধান রিচার্ড এফ রাগান, ইউএনএইচসিআরের সিনিয়র প্রটেকশন অফিসার ড. হারুনো প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক সাজেদুল হাসান।

Pin It