লাইভ অনুষ্ঠানে সাংবাদিক পেটালেন ইমরানের দলের নেতা

live-tv-5d1763481c994

বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে রাজনৈতিক নেতাদের হাতে সাংবাদিক হেনস্থার ঘটনা নতুন কিছু নয়। তাই বলে স্টুডিওতে একেবারে লাইভ অনুষ্ঠানে সাংবাদিককে লাঞ্ছনা! পাকিস্তানের এক খবরের চ্যানেলের একটি অনুষ্ঠানের সৌজন্যে এই দৃশ্যেরই সাক্ষী থাকল নেট দুনিয়া। অনুষ্ঠানে কথা চলতে চলতেই তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা মাসুর আলি সিয়াল মারতে শুরু করেন সাংবাদিক ইমতিয়াজ খান ফাহরানকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে।

গত সোমবার সন্ধ্যায় পাকিস্তানের এক খবরের চ্যানেলে বসেছিল বিতর্কসভা। বিতর্কে অংশ নিয়েছিলেন সে দেশের শাসক দল তেহরিক-ই-ইনসাফের নেতা মাসুর আলি সিয়াল। এ ছাড়াও বিশিষ্ট সাংবাদিক ও করাচি প্রেস ক্লাবের সেক্রেটারি ইমতিয়াজ খান ফারহানও উপস্থিত ছিলেন সেখানে। কোনও বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে চলতেই হঠাৎ মাসুর মারতে শুরু করেন ইমতিয়াজকে। ধাক্কা দিয়ে ইমতিয়াজকে স্টুডিও’র মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল, চড় মারতে থাকেন ইমরান খানের দলের ওই নেতা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ইমতিয়াজ ও মাসুরের হাতাহাতির সময় উঠে যান প্যানেলে থাকা আরও দু’জন। বন্ধ হয়ে যায় শো। তাদের নিরস্ত করেন স্টুডিও-তে থাকা অন্য কর্মীরা। হাতাহাতির শেষে ফের তারা এসে বসেন অনুষ্ঠানে। ফের শুরু হয় অনুষ্ঠান।

এই ঘটনার ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বেধেছে। পাকিস্তানের ওই নেতার শাস্তির দাবিতে মুখর হয়েছেন নেটিজেনদের একাংশ। নিজের দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও অনুরোধ করেছেন অনেকে।

Pin It