শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

ntrc-5e1f2faadf7a4

দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকতার চাকরির জন্য ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বুধবার এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে।

এনটিআরসিএ চেয়ারম্যান এসএম আশফাক হুসেন জানান, ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ৪০ শতাংশ। তিন স্তরে মোট ১১ হাজার ১৩০ প্রার্থী পাস করেছে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, স্কুল পর্যায়ে শিক্ষকতার জন্য পাস করেছেন নয় হাজার ৬৩ জন, স্কুল-২ পর্যায়ে ৬১১ জন ও কলেজ পর্যায়ে শিক্ষকতার জন্য এক হাজার ৪৫৬ জন পাস করেছেন। এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ২২টি, স্কুল পর্যায়ে ২৫টি এবং কলেজ পর্যায়ে ৫১টিসহ সর্বমোট ৯৮টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।

গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ১৩ হাজার ৩৪৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল পর্যায়-২-এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৬০৭ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এক লাখ ২১ হাজার ৬৬০ জন।

গত ১২ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার ৩৪৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।

Pin It