শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ নিষিদ্ধ করছে ফেসবুক

facebook-2-la-5c9c774d671d4

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদকে উসকে দেয় এমন সব পোস্ট আগামী সপ্তাহ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে আটকে দেওয়া হবে বলে জানিয়েছে ফেসবুক।

এছাড়া সন্ত্রাসী গ্রুপের পোস্ট চিহ্নিত করা ও সেসব আটকে দেওয়ার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক। খবর বিবিসির

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী অনেক বিষয়কে ফেসবুক আগে বর্ণবাদী হিসেবে বিবেচনা করত না। ফেসবুকে শ্বেতাঙ্গদের জন্য অনেকে আলাদা রাষ্ট্র গঠনের দাবি জানালে, সেটাও ফেসবুক আটকাতো না।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এক উগ্রবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসীর গুলিতে ৫০ জন নিহত হওয়ার ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার হওয়ার পর থেকে বেশ চাপে রয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ফেসবুকের ফ্রান্স শাখার বিরুদ্ধে মামলা করেছে মুসলমানদের একটি গ্রুপ।

Pin It