শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত মাহফুজ উল্লাহ

mahfuz-5cc5e6089925e

বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগৎ এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে। দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তার কর্মকে সংরক্ষণ করে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’।

রোববার জাতীয় প্রেস ক্লাবে তার জানাজায় অংশ নিয়ে সহকর্মী ও বিশিষ্টজন এসব কথা বলেছেন।

প্রেস ক্লাবে বাদ আসর জানাজা ও শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে তার লাশ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে গ্রিন রোডে তার বাসভবন সংলগ্ন মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফনের সময় সাংবাদিক নেতৃবৃন্দের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকের চোখে পানি জমে।

জাতীয় প্রেস ক্লাবে জানাজার আগে মাহফুজ উল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন- প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, মাহফুজ উল্লাহর বড় ভাই অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও একমাত্র ছেলে মোস্তফা হাবিব অন্তিক।

জানাজায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক

ড. এমাজউদ্দীন আহমদ, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন, সৈয়দ আবদাল আহমদ, কামরুল ইসলাম চৌধুরী, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএফইউজে (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজে (একাংশ) মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজে (একাংশ) মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী, ডিইউজে (একাংশ) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিইউজে (একাংশ) সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জহির উদ্দিন স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, জাগপার খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, গণফোরামের রফিকুল ইসলাম পথিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী প্রমুখ।

আগামী ১ মে বাদ আসর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মাহফুজ উল্লাহর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি গত শনিবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান।

Pin It