কুমিল্লায় চার দুর্ঘটনায় প্রাণ হারাল ৮ জন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় চার দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন।

Lakshmipur-Pic-(2)-5c42bd59da577

সকালেই সড়কে ঝরে গেল ৩ প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এসব দুর্ঘটনায় আরও ১৭জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিজয়নগরে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি বাস সিলেট যাওয়ার পথে শশই এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জানিয়ে তিনি বলেন, তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো.  আলাউদ্দিন স্বপন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার সকালে সদর উপজেলার নূরী গাছতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন স্বপন জেলার সদর উপজেলার দক্ষিণ মজুপুর এলাকার মৃত সাফাউদ্দিনের ছেলে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনের চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, নিহত আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠাো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামগতি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আলাউদ্দিন স্বপন।

সদর থানার ওসি মো: লোকমান হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহতসহ দুইজন আহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

Pin It