হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ

image-613093-1667741245

ডেঙ্গু পরীক্ষা করাতে ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি হাসপাতালে পরীক্ষা করাতে ১শ টাকা ফি দিতে হবে। আর বেসরকারি হাসপাতালে দিতে হবে ৩শ টাকা।

রোববার ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

২০১৯ সালে সারা দেশে ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর সরকার সব সরকারি হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা বিনামূল্যে করে দিয়েছিল। আর বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন নির্দেশনার ফলে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ২০০ টাকা কমবে। তবে গত শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছিলেন, সারা দেশে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা এবারো বিনামূল্যে করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী বিনামূল্যে নয়, সরকারি হাসপাতালে পরীক্ষা করাতে হলে ১শ টাকা লাগবে।

Pin It