সাবেক এমপি কাদের খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

kader-khan-5cec0c17c795f

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাইবান্ধা-১ আসনের সাবেক এমপি কর্নেল (অব.) আবদুল কাদের খান ও তার স্ত্রী ডা. আখতার জাহান উম্মে নাসিমা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলা দুটি দায়ের করেন।

কাদের খান গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সাবেক এমপি মনজুরুল ইসলাম লিটন খুনের মামলার আসামি। তিনি আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খুনের দায় স্বীকার করেছেন। তিনি বর্তমানে কারাগারে আছেন। এজাহারে বলা হয়, কাদের খান দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে ২৪ লাখ ৪২ হাজার ৭৭০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অনুসন্ধানে তার দখলে থাকা ওই টাকার সম্পদের প্রমাণ পাওয়া যায়। যার বৈধ উৎস পাওয়া যায়নি।

এজাহারে বলা হয়, কাদের খানের স্ত্রী ডা. আখতার জাহান উম্মে নাসিমা বেগম দুদকের কাছে ১৫ লাখ ৩৭ হাজার ৩০৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। দুদকে পেশ করা বিবরণে তিনি ওই টাকার সম্পদের তথ্য গোপন করেছিলেন, যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

Pin It