সুপার ওভারের রোমাঞ্চে সিলেটের হৃদয় ভাঙল কুমিল্লা

আট ওভার পার না হতেই নেই ৫ উইকেট। ইনিংসের আধেক শেষ হতে হতে গ্যালারির দর্শক কমে গেল অর্ধেকে। রান তাড়ায় ধুঁকতে ধুঁকতে সিলেট এগোচ্ছিল বড় পরাজয়ের দিকে। কিন্তু সাতে নেমে ঝড়ো ফিফটিতে ম্যাচ জমিয়ে দিলেন সোহাগ গাজী। পরে তাদের লোয়ার অর্ডারের বীরত্বে অবিশ্বাস্যভাবে ম্যাচ হলো টাই। গ্যালারিতে থেকে যাওয়া দর্শকেরা ভাসছিলেন অভাবনীয় প্রাপ্তির উচ্ছ্বাসে। তবে শেষ রক্ষা হলো না। সুপার ওভারেও নাটকীয়তার পর সিলেটকে হারিয়ে দিল কুমিল্লা।

বঙ্গবন্ধু বিপিএলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি সম্ভবত হয়ে গেল সিলেট পর্বের প্রথম দিনে। বৃহস্পতিবার রাতের লড়াইয়ে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে সিলেট থান্ডারকে হারিয়ে দেয় কুমিল্লা ওয়ারিয়র্স।

সংক্ষিপ্ত স্কোর:

কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৪০/৯ (থারাঙ্গা ৪৫, ফন জিল ১০, সৌম্য ৫, সাব্বির ১৭, ইয়াসির ৫, ভিসা ১৫, অঙ্কন ১৯*, আবু হায়দার ৭, সানজামুল ০, মুজিব ৩; নাভিন ৪-০-২৫-০, ইবাদত ৪-০-৩৩-৩, সোহাগ ৩-০-২৩-২, নাঈম ২-০-১২-০, মনির ৩-০-২১-০, রাদারফোর্ড ৪-০-১৯-৩)।

সিলেট থান্ডার: ২০ ওভারে ১৪০ (চার্লস ০, রনি ২, মিঠুন ১৩, রাদারফোর্ড ১৫, ফ্লেচার ১, মিলন ১৩, সোহাগ ৫২, নাঈম ০, নাভিন ১৫, মনির ১৬*, ইবাদত ৩*; সানজামুল ৪-০-২৪-১, মুজিব ৪-০-১২-৪, ভিসা ৪-০-৩১-১, আল আমিন ৪-০-৩০-২, সৌম্য ২-০-২২-০, আবু হায়দার ২-০-১৭-০)।

ফল: ম্যাচ টাই, সুপার ওভারে কুমিল্লা জয়ী

ম্যান অব দা ম্যাচ: মুজিব উর রহমান

————————————————————————————————————————————————————————–

সিলেটের মাঠে উজ্জ্বল সিলেটের ইবাদত

ebadot-020120-01

সিলেটের একাদশে তিনিই কেবল সিলেটের সন্তান। দলের চরম ব্যর্থতার টুর্নামেন্টে সফলও কেবল তিনিই। ঘরের মাঠে প্রথম ম্যাচে স্থানীয় দর্শকদের কিছুটা আনন্দের উপলক্ষ এনে দিলেন সেই ইবাদত হোসেনই। তার সঙ্গে অন্য বোলারদেরও ভালো পারফরম্যান্সে কুমিল্লাকে বড় স্কোর গড়তে দেয়নি সিলেট।

Pin It