স্থানীয় সরকার নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে: ইসি সচিব

evm-machine-5bdf1c300de20-5cbc92986c538

আগামীতে স্থানীয় সরকারের সব নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘আগামীতে স্থানীয় সরকারের সব নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। রাজশাহীর সব পৌরসভার নির্বাচনগুলোও ইভিএম পদ্ধতিতে হবে।’

রোববার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় ইসি সচিব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ করার সময় যাতে একজনও ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু আগামিতে সব স্থানীয় সরকার নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে তাই ভোটার আইডি কার্ডে কোনো ভুল থাকা যাবে না। যাচাই-বাছাই করে তথ্য সংগ্রহ করবেন। প্রয়োজনে তথ্য সংগ্রাহকদের ভালোভাবে প্রশিক্ষণ দিবেন।’

তিনি বলেন, ‘অনেক শান্তিপূর্ণভাবে একটি রাজনৈতিক দলের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ হয়নি। উপজেলা পরিষদ নির্বাচনেও কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা।’

নির্বাচনে দায়িত্বে থাকাকালীন কোন সদস্য যদি হতাহত হন তবে আর্থিক সহায়তার পাশাপাশি নির্বাচন কমিশন তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করবে উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচনী সহিংসতায় নিহতদের পরিবারকে ১০ লাখ, পঙ্গু হলে ৪ লাখ, গুরুতর আহত হলে ২ লাখ এবং আহত হলে ১ থেকে দেড়লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

রাজশাহীর আঞ্চলিক কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস এম আব্দুল কাদেরসহ রাজশাহী বিভাগের জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ইসি সচিব রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী সহকারী প্রিজাইডিং অফিসার উপ-কৃষি কর্মকর্তা খালেকুজ্জামানের পরিবারের মাঝে সাড়ে পাঁচ লাখ টাকার চেক প্রদান করেন।

Pin It